
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:৫৫ এএম
আরো পড়ুন
শক্তিশালী ব্যাটারিতে শাওমির বড় ডিসপ্লের ফোন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ০৩:৪২ পিএম
শক্তিশালী ব্যাটারি আর বড় ডিসপ্লেতে আসছে শাওমির নতুন ফোন। এই ফোনটির মডেল শাওমি মি ম্যাক্স ৩। এতে থাকছে ৭ ইঞ্চির ডিসপ্লে। ব্যাকআপের জন্য আছে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারে ব্যাটারি।
এর আগে এত বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারিতে শাওমির কোনো ফোন বাজারে আসেনি। ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। বেজেললেস ডিসপ্লের এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটিতে কুইক চার্জ ৩.০ ফিচার যোগ করা হয়েছে। ফলে দ্রুত চার্জ হবে স্মার্টফোনটি।
দুইটি প্রসেসর ভার্সনে ফোনটি বাজারে আসবে। একটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ অন্যটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর।
ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানায়নি শাওমি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
শক্তিশালী ব্যাটারিতে শাওমির বড় ডিসপ্লের ফোন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ০৩:৪২ পিএম
শক্তিশালী ব্যাটারি আর বড় ডিসপ্লেতে আসছে শাওমির নতুন ফোন। এই ফোনটির মডেল শাওমি মি ম্যাক্স ৩। এতে থাকছে ৭ ইঞ্চির ডিসপ্লে। ব্যাকআপের জন্য আছে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারে ব্যাটারি।
এর আগে এত বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারিতে শাওমির কোনো ফোন বাজারে আসেনি। ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। বেজেললেস ডিসপ্লের এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটিতে কুইক চার্জ ৩.০ ফিচার যোগ করা হয়েছে। ফলে দ্রুত চার্জ হবে স্মার্টফোনটি।
দুইটি প্রসেসর ভার্সনে ফোনটি বাজারে আসবে। একটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ অন্যটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর।
ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানায়নি শাওমি।