বারভিডা’র ২৫ বছর পূর্তি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৩:২৪ পিএম

বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেলস ইম্পোর্টারস ও ডিলার অ্যাসোসিয়েশন (বারভিডা) আড়ম্বর্পূর্ণভাবে পালন করলো তাদের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান। বঙ্গবন্ধু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২১ মার্চ রাতে বসে মন্ত্রী ও ব্যবসায়ীদের এই মিলনমেলা। বারভিডা, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদে গাড়ি চালান, জীবন বাঁচান’ শীর্ষক থিমের ওপর এবারের সিলভার জুবিলি পালন করলো। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, বারভিডার প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন, ভাইস প্রেসিডেন্ট রায়হান আজাদ টিটুসহ বিভিন্নখাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক অ্যাসোসিয়েশনের সিলভার জুবিলি (২৫ বছর পূর্তি) আয়োজনে সহায়তা করেছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।