ক্যালিফোর্নিয়ায় অ্যাপল স্টোরে চুরি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ০১:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি দোকান থেকে ২৯ হাজার ডলার মূল্যের আইফোন ও আইপ্যাড ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতিকারীরা।সোমবার রাত নয়টায় স্টোরটি বন্ধ হয়ে যাওয়ার ২০ মিনিট আগে পাঁচ জন ডাকাত সেখানে হানা দেয়। লুটপাট শেষে চলে যাওয়ার সময় এক ব্যক্তি তাদেরকে আটকানোর চেষ্টা করলে তার ওপরে হামলা চালানো হয়। তবে তাদের কাছে কোনো অস্ত্র দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকাত দলটির সদস্যদের বয়স ২৫ এর আশেপাশে। চলতি মাসেই ফ্রেসনো, ক্যালিফর্নিয়া ও নিউইয়র্কের অ্যাপল স্টোরে চুরির ঘটনা ঘটে। তাই একই দুষ্কৃতিরা এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘন ঘন এই চুরির ঘটনায় অ্যাপল স্টোরের ডিজাইনার জনি ইভ ও আর্কিটেকচার স্টুডিও ফোস্টার ও পার্টনার্সের উন্মুক্ত নকশা নিয়েও প্রশ্ন উঠেছে।দুটি স্টোর থেকে মোট ৪৬ হাজার ডলারের পণ্য চুরি হয়। নিউইয়র্কের অ্যাপল স্টোর থেকে ছিনিয়ে নেওয়া হয় ২১ টি আইফোন।