পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটার আবিষ্কার করল আইবিএম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০১৮, ০৩:৩৯ পিএম

লবনের দানায় থেকেও ছোট এক কম্পিউটার। যা তৈরি করতে খরচ পড়েছে মাত্র ১০ সেন্ট। এমনই এক আধুনিক যন্ত্র তৈরি করে ফেলেছে আইবিএম। সংস্থা আয়োজিত গবেষণামূলক ওয়ার্কশপ ‘৫ ইন ৫’-এ এটি তৈরি করেছেন বিজ্ঞানীরা। তাঁরা এই যন্ত্রের সঙ্গে দেওয়া গবেষণাপত্রে লিখেছেন, ‘এই যন্ত্রটি আর পাঁচটি কম্পিউটারের মতোই কাজ করতে পারবে। বলা হয়েছে, ১/১ মিমির এই ছোট্ট যন্ত্র যে কোনও তথ্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ করতে পারবে, এমনকী তথ্যের ভিত্তিতে নানা নির্দেশও পালন করতে পারবে। অতিদ্রুত এই প্রযুক্তি প্রতিদিন ব্যবহার করা যায় এমন যন্ত্রতেও লাগিয়ে দেওয়া যাবে বলে মনে করছেন তাঁরা।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই প্রায় সমস্ত কম্পিউটিং সংস্থাই ন্যানো টেকনোলজির দিকে মন দিয়েছে। অর্থাৎ, কত সহজে ছোট আকারের যন্ত্রতে উচ্চক্ষমতা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করা যায়, তাঁর গবেষণা চলছে নিরন্তর। আর সেই গবেষণার ফল হিসাবেই ওঠে আসছে একের পর এক আশ্চর্য আবিষ্কার।