ডাটা সেন্টার সার্ভার খাতে ডেল ইএমসি শীর্ষস্থানে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০১৮, ০১:৫৩ পিএম

ডাটা সেন্টার সার্ভার খাতে শীর্ষস্থান দখল করেছে ডেল ইএমসি। হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজকে (এইচপিই) পেছনে ফেলে এই স্থান দখল করে নেয় যুক্তরাষ্টভিত্তিক কম্পিউটার নির্মাতা ও সার্ভার সেবা বিক্রেতা প্রতিষ্ঠানটি।সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের এক পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
গেল বছর শেষ প্রান্তিকে ডাটা সেন্টার সার্ভারের বাজারে ডেল ইএমসি দখল করেছে ১৭ দশমিক ৯ শতাংশ। যা থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বা তিনশ’ ৬০ কোটি টাকা। অপরদিকে, হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজের (এইচপিই) দখলে রয়েছে ১৭ শতাংশ ৬ শতাংশ বাজার। যা থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৩ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার বা তিনশ’ ৫৪ কোটি টাকা। ফলে র্শীষস্থানের আসন পেয়েছে ডেল ইএমসি।
আইএইচএস মার্কিটের জানিয়েছে, সর্বশেষ প্রজন্মের সার্ভার ডেল ইএমসির গত বছরের সর্বশেষ প্রান্তিকে রাজস্ব বৃদ্ধিতে বিশেষ সহায়তা করেছে। এছাড়া, সর্বাধুনিক পাওয়ারএজ সার্ভার, হাইপার-কনভার্ড অবকাঠামো, স্টোরেজ ব্যবস্থা, সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির সেবা গ্রাহকের কাছে জনপ্রিয়তা করে তুলেছে।সবচেয়ে বেশি সার্ভার কিনে থাকে এন্টারপ্রাইজ গ্রাহকরা। এন্টারপ্রাইজ গ্রাহকরা ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে ৪৪ শতাংশ সার্ভার কিনেছিল। বছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৪৮ শতাংশ।ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা ২০১৭ সালে ১৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে সার্ভার কিনতে। এছাড়া টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান সার্ভার কিনতে ব্যয় করেছে ৮ বিলিয়ন মার্কিন ডলার।আইএইচএস মার্কিটের গবেষক ভ্লাদ গালাবভ মনে করেন, ২০১৯ সালে সার্ভার কেনায় এন্টারপ্রাইজকে ছাড়িয়ে যাবে ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা।এদিকে, বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, বিশ্বব্যাপী সার্ভার খাত থেকে আয় গেল বছর চতুর্থ প্রান্তিকে বেড়েছে ২৫ দশমিক ৭ শতাংশ এবং বিক্রি বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ।