বাজারে আসছে ভিভো এপেক্স

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ০৪:৩২ পিএম

কোনো কাটাকাটি ছাড়াই সম্পূর্ণ বেজেলহীন ডিসপ্লের ফোন ভিভো এপেক্স শেষ পর্যন্ত বাজারে আসছে।বিক্রির জন্য প্রয়োজনীয় পরিমাণ ফোন তৈরি শুরু হবে এ বছরের মাঝের দিকে। ফোনটি পাওয়া যাবে জুলাই-অাগাস্ট মাসে। তবে মূল্য সম্পর্কে কিছু জানা যায়নি।ভিভো এপেক্সের সামনে আছে ৫.৯৯ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ডিসপ্লের মধ্যেই আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ক্রিনের নিচের অংশের পুরোটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহার করা যাবে। সামনের পুরোটাই ডিসপ্লে হওয়ায় ইয়ারপিস ও স্পিকার দুটোই ডিসপ্লেকেই কাঁপিয়ে সাউন্ড তৈরি করে।সেলফি ক্যামেরাও শুধুমাত্র প্রয়োজনে স্লাইড করে বেরিয়ে আসবে, এমনিতেই থাকবে ফোনের অভ্যন্তরে। পেছনে দেয়া হয়েছে ডুয়াল ক্যামেরা তবে তার স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।দুর্দান্ত মানের অডিওর জন্য দেয়া হয়েছে ট্রিপল হাইফাই ড্যাক। আর ফোনের কেন্দ্রে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ফোনটি ভিভোর ২০১৮ সালের ফ্ল্যাগশিপ হতে যাচ্ছে।ফোনটির মূল্য চড়া হবে সন্দেহ নেই। চলতি বছরের প্রায় সব ফোনেরই দাম বাড়ছে। তার পরও ধারণা করা হচ্ছে, ফোনটি অন্তত ৬০ হাজার টাকার নিচে পাওয়া যাবে না ভিভো এপেক্স।