কম দামের ম্যাকবুক আনছে অ্যাপল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০১৮, ০১:১৯ পিএম

পৃথিবীর শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম দামের ম্যাকবুক এয়ার আনছে। এবছরের দ্বিতীয় প্রান্তিকে সাশ্রয়ী দামের ল্যাপটপ ম্যাকবুক এয়ার পাওয়া যাবে।
কেজিআই সিকিউরিটিজ অ্যানালিস্ট মিং-চি কুও জানিয়েছেন, ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে বাজারে পাওয়া যাবে অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ারের কম দামি ভার্সন।
মিং-চি কুও দাবি করছেন ম্যাকবুক এয়ারের চিপার ভার্সন হবে সবচেয়ে কম দামের ম্যাকবুক।
অ্যাপল চাইছে তাদের ম্যাকবুকের বিক্রি ১০ থেকে ১৫ শতাংশ বাড়াতে। এজন্য ম্যাকবুকের কম দামি ভার্সন আনছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট ডিজি টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে অ্যাপল ১৩ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক এয়ার বিক্রি করছে ৯৯৯ ডলারে। এতে রয়েছে ১.৮ গিগাহার্জের ডুয়েল কোর ইনটেল আই ফাইভ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি এসএসডি। এতে ইনটেলের এইচডি গ্রাফিক্স ৬০০০ ইনস্টল করা আছে। যদিও ম্যাকবুকে এয়ারে রেটিনা ডিসপ্লে নেই। রেটিনা ডিসপ্লে আছে ম্যাকবুক এবং ম্যাকবুক প্রোতে।