
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:৫৫ এএম
আরো পড়ুন
স্মার্টওয়াচে প্রজেক্টর উন্মোচন করেছে হাইয়ার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ০১:৪২ পিএম

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাইয়ার কোম্পানি অ্যাসু নামে একটি স্মার্টওয়াচ উন্মোচন করেছে। স্মার্টওয়াচটির ডান দিকে রয়েছে বিল্ট ইন প্রজেক্টর।এই প্রজেক্টরের সাহায্যে হাতের ওপরের অংশ পরিণত হবে ডিসপ্লেতে। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, হাতের ওপরে থাকা ডিসপ্লেটি টাচ স্ক্রিনের মতো ব্যবহার করা যাবে।স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে, ১ গিগাবাইট মেমোরি ও ১. ২ মেগাহার্টজ প্রসেসর। প্রজেক্টরের আলোর সাহায্যেই হাতের ওপরে ফোন নম্বর লেখা থেকে শুরু করে ক্ষণস্থায়ী ট্যাটুও আঁকা যাবে। এতে ফিটনেস ট্র্যাকার ও স্টপ ওয়াচ ফিচারও রয়েছে।হাইয়ার কোম্পানি জানিয়েছে, এ বছরের শেষ দিকে স্মার্টওয়াচটি তারা চীনের বাজারে ছাড়বে। পরবর্তীতে অন্যান্য দেশের বাজারেও স্মার্টঘড়িটি পাওয়া যাবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
স্মার্টওয়াচে প্রজেক্টর উন্মোচন করেছে হাইয়ার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ০১:৪২ পিএম

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাইয়ার কোম্পানি অ্যাসু নামে একটি স্মার্টওয়াচ উন্মোচন করেছে। স্মার্টওয়াচটির ডান দিকে রয়েছে বিল্ট ইন প্রজেক্টর।এই প্রজেক্টরের সাহায্যে হাতের ওপরের অংশ পরিণত হবে ডিসপ্লেতে। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, হাতের ওপরে থাকা ডিসপ্লেটি টাচ স্ক্রিনের মতো ব্যবহার করা যাবে।স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে, ১ গিগাবাইট মেমোরি ও ১. ২ মেগাহার্টজ প্রসেসর। প্রজেক্টরের আলোর সাহায্যেই হাতের ওপরে ফোন নম্বর লেখা থেকে শুরু করে ক্ষণস্থায়ী ট্যাটুও আঁকা যাবে। এতে ফিটনেস ট্র্যাকার ও স্টপ ওয়াচ ফিচারও রয়েছে।হাইয়ার কোম্পানি জানিয়েছে, এ বছরের শেষ দিকে স্মার্টওয়াচটি তারা চীনের বাজারে ছাড়বে। পরবর্তীতে অন্যান্য দেশের বাজারেও স্মার্টঘড়িটি পাওয়া যাবে।