×

সংবাদ

ফিলিপাইনে ডিজিটাল সেবায় ১২ শতাংশ ভ্যাট আরোপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪৪ এএম

ফিলিপাইনে ডিজিটাল সেবায় ১২ শতাংশ ভ্যাট আরোপ

তাইওয়ানের তাইপেইতে একটি রেস্তোরাঁর বাইরে একজন ব্যক্তি তার মোবাইল ফোন ব্যবহার করছেন। ছবি: রয়টার্স

   

ফিলিপাইন সরকার আন্তর্জাতিক টেক জায়ান্টগুলোর ডিজিটাল সেবার ওপর ১২ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করেছে। এর মধ্যে অ্যামাজন, নেটফ্লিক্স, ডিজনি, এবং গুগলের মতো কোম্পানির সেবা অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফিলিপাইনের অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা (বিআইআর) এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বুধবার নতুন এ ভ্যাট আইনটি অনুমোদন করেছেন, যা বিদেশি ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর প্রযোজ্য হবে। এর ফলে দেশীয় ব্যবসায়ীদের সাথে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র সমান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্সের।

ফিলিপাইনের অভ্যন্তরীণ রাজস্ব কমিশনার রোমিও লুমাগুই এক বিবৃতিতে বলেন, এটি দেশীয় এবং বিদেশি ব্যবসাগুলোর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করবে। সমান প্রতিযোগিতা সর্বোত্তম পণ্য ও সেবা প্রদান নিশ্চিত করে।

বর্তমানে শুধু স্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী সংস্থাগুলোকে ভ্যাট দিতে হয়, তবে নতুন এই আইন অনুযায়ী, ফিলিপাইনে সেবা প্রদানকারী বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোও ১২ শতাংশ ভ্যাটের আওতায় আসবে।

অ্যামাজন, নেটফ্লিক্স, ডিজনি বা গুগল এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ফিলিপাইন সরকার আশা করছে, ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে এই ভ্যাট থেকে ১০৫ বিলিয়ন পেসো (১.৯ বিলিয়ন ডলার) রাজস্ব সংগ্রহ করা যাবে। এর ৫ শতাংশ ফিলিপাইনের সৃজনশীল শিল্প খাতের উন্নয়ন প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

সরকার আরো জানিয়েছে, শিক্ষামূলক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সেবাগুলো ভ্যাটের আওতামুক্ত থাকবে। ফিলিপাইনের অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা জানিয়েছে, বিদেশি ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানির সেবাগুলো ফিলিপাইনে গ্রাহকরা ব্যবহার করলে তা দেশের মধ্যেই প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হবে।

আরো পড়ুন: এবার বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

কোভিড-১৯ মহামারির পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় টেক কোম্পানিগুলোর সেবার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একইসঙ্গে এ অঞ্চলে ডিজিটাল সেবার ওপর কঠোর কর নীতি আরোপের প্রবণতা দেখা যাচ্ছে।

রয়টার্স অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App