×

টালিউড

রান্নাবিষয়ক লেখিকা বেলা দের চরিত্রে ঋতুপর্ণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম

রান্নাবিষয়ক লেখিকা বেলা দের চরিত্রে ঋতুপর্ণা

লেখিকা বেলা দের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবি : সংগৃহীত

   

রান্নার বই লিখে জনপ্রিয় হয়েছেন বেলা দে। যাকে এককথায় বলা যায় ‘রান্নার জিনিয়াস’। এবার বড়পর্দায় আসতে চলেছে তারই বায়োপিক। আর এই আইকনিক চরিত্র তথা লেখিকা বেলা দের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবির নাম হতে চলেছে 'বেলা'।

প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক, লেখক, পরিচালক, ফিল্ম প্রযোজক অনিলাভ চট্টোপাধ্যায় এবার নিজের প্রথম ফিচার ফিল্ম পরিচালনা করবেন। এর আগে তিনি বেশকিছু শর্ট ফিল্ম করেছেন তবে বড় ছবিতে হাত দিয়েছেন এই প্রথমবার। এ ছবিরই মূখ‍্য ভূমিকায় থাকবেন ঋতুপর্ণা। 

‘রান্নার অমনিবাস’, ‘রান্না অভিধান’, ‘হেঁশেল’, ‘সহস্র এক রান্না’, ‘বাঙালির রান্নাঘর’, ‘সহজ রান্না সমগ্র’, ‘আধুনিক রান্না ও জলখাবার’, ‘নোনতা মিষ্টি জলখাবার’, ‘টিফিনের টুকিটাকি’ এমন অজস্র জনপ্রিয় বই বেলা দের লেখা। হারিয়ে যাওয়া রান্নার খোঁজ ছিল তার কাছে। সেই মানুষটা একটা যুগের প্রতিনিধি ছিলেন।

আরো পড়ুন : ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে জয়ার সফর

লীলা মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। বেলা দে-র হাতের রান্নায় ম্যাজিক ছিল। তেমন একজন মানুষকে অসম্ভব প্রতিকূলতার মধ্যে শেষ জীবন কাটাতে হয়। প্রায় দেড়মাস ধরে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে। তবে সবটাই খুব চুপচাপভাবে। ছবিটির প্রযোজনায় ‘গ্রেমাইন্ড কমিউনিকেশন’। সেই যুগের বিশিষ্টজন যাদের সঙ্গে বেলা দে’র যোগাযোগ বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের কথাও উঠে আসবে এই ছবিতে। ফলে বোঝাই যাচ্ছে আরো অনেক স্টারকাস্ট চমক হিসেবে থাকবেন ছবিতে।

এছাড়া বেলা দে আকাশবাণীতে অনুষ্ঠান করতেন, তার ‘মহিলা সমিতি’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সেই সময়। সেসব কথারও উল্লেখ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App