শুটিংয়ে মনামীকে ‘গিন্নি’ ডাকতেন চঞ্চল চৌধুরী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১০:৪৭ এএম

‘পদাতিক’ সিনেমার দৃশ্যে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে সিনেমা বানিয়েছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সিনেমাটির নাম পদাতিক। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পদাতিকের মূল চরিত্র চঞ্চল চৌধুরীকে নিয়ে যতটা আলোচনা হয়েছে, তার স্ত্রীর চরিত্র করা কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ আছেন ততটাই আড়ালে। পর্দায় মৃণালের স্ত্রী গীতা সেন হয়ে ওঠার গল্প মনামী এবার বলেছেন ভারতের আনন্দবাজার পত্রিকাকে। তিনি জানিয়েছেন চঞ্চলের সঙ্গে তার কাজের রসায়নের কথা।
মনামি বলেন, শুটিং না থাকলেও ফ্লোরে চঞ্চল থাকতেন ‘চরিত্রের ভেতরে’। তিনি খুবই ভালো মানুষ। শটের ফাঁকে আমরা একসঙ্গে চিত্রনাট্য পড়তাম। তবে ফ্লোরে টুকটাক আড্ডাও হত। মনে আছে, সকালে ফ্লোরে এসেই আমার দিকে তাকিয়ে বলতেন, গুড মর্নিং, গিন্নি কেমন আছ?
আরো পড়ুন : চিকিৎসক খুনে প্রতিবাদমুখর টালিউড
গীতা সেন হওয়ার প্রস্তাব পাওয়ার পর মনামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চায় আনন্দবাজার। মনামী বলেন, পরিচালক সৃজিত মুখার্জির কাছ থেকে সরাসরি ফোন পেয়েছিলেন তিনি। যখন শুনেছিলেন যে তাকে গীতা সেনের চরিত্রে ভাবা হচ্ছে, তাতে অবাকও হয়েছিলেন। অভিনেত্রী বলেন, ‘ওই সময় সিনেমার বাকি অভিনেতারা চূড়ান্ত হয়ে যান, শুধু গীতা সেনের চরিত্রাভিনেত্রীর নির্বাচন বাকি ছিল। শুনেছিলাম, সৃজিতদার এক সহকারীই নাকি আমার নাম প্রস্তাব করেন।’
চরিত্রের প্রস্তুতি নিয়ে মনামী বলেন, ‘সৃজিতদা কিছু তথ্য দিয়ে সাহায্য করেছিলেন। মৃণাল সেনের কিছু সাক্ষাৎকার দেখেছি। বাকিটা অন্যদের থেকে শুনে, বুঝে তার পর অভিনয় করেছি।’
পরিচালকের ভূমিকায় সৃজিত মুখার্জিকে ‘ভীষণ কড়া’ হিসেবে বর্ণনা করেন মনামী। তার ভাষায়, ‘তিনি যেটা চাইবেন, সেটাই ফ্লোরে হবে। প্রস্তুতি নিয়ে তার ফ্লোরে আসতে হয়। আমি কিন্তু লক্ষ্মী হয়েই শুটিং করেছি। তাই এতটুকু বকুনি খেতে হয়নি। প্রথম দিন হাসপাতালের একটা দৃশ্যের শুটিং ছিল। কয়েকটা শটের পর সৃজিতদা নিজেই বলেছিলেন, আমিই সব যদি ঠিকঠাক করে ফেলি, তা হলে তিনি আর কী করবেন। আমার কাছে এটা খুব বড় প্রাপ্তি।’
‘পদাতিক’ ভারতে মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট। পরদিন ঢাকায় মুক্তির কথা থাকলেও, সরকার পতন ঘিরে অস্থির পরিস্থিতিতে দেশে চঞ্চলের এ সিনেমার মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।