×

সিলেট

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সেনাবাহিনীর সরব উপস্থিতি

Icon

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৯:৪৩ পিএম

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সেনাবাহিনীর সরব উপস্থিতি

সনাতন ধমার্লম্বীদের মন্দির পাহাড়া দিচ্ছেন সেনাবাহিনী। ছবি: ভোরের কাগজ

   

সেনাবাহিনীর সরব উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উত্তপ্ত পরিবেশ ক্রমশ শান্ত হয়ে আসছে। উভয় থানায় পুলিশ না থাকায় এবং গত সোমবার (৫ আগস্ট) বিকেলের সহিংসতায় আতঙ্কে ছিলেন এ দুই উপজেলার মানুষ। 

এ অবস্থায় স্থানীয় উপজেলা বিএনপি, জামায়াত ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শহরের বিভিন্ন নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তারা পরিচ্ছন্নতা, ট্রাফিকিং ও সনাতন ধমার্লম্বীর মন্দির পাহাড়ার দায়িত্ব নেন।

একই সঙ্গে সেনাবাহিনীর জোয়ানদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। মেজর মো. মেজবাউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দায়িত্বরত কর্মকতাগণ গতকাল (বৃহস্পতিবার) ও আজ (শুক্রবার) দুই উপজেলার অর্ধশতাধিক মন্দির ও ক্ষতিগস্থ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. মেজবাউর রহমান বলেন, আইন শৃঙ্খলার অবনতি যারাই ঘটাবে তাদের কঠোর হাতে দমন করা হবে।   

আরো পড়ুন: বাকেরগঞ্জে গণঅধিকার পরিষদের আনন্দ রেলি

বৃহস্পতিবার মধ্যরাতে শ্রীমঙ্গল দূগার্বাড়ি এলাকায় গিয়ে দেখা যায় কয়েকজন সেনা সদস্য মন্দিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শ্রীমঙ্গল জগবন্ধু মন্দিরের প্রধান সেবায়েত প্রিতম বন্ধু বহ্মচারী জানান, সেনাবাহিনীর একটি টিম তাদের মন্দির পরিদর্শন করেছেন এবং নিয়মিত টহলসহ যেকোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ জানান, কমলগঞ্জ উপজেলায় কোনো পুলিশ নেই। নানা ঘটনা নিয়ে অনেকে আতঙ্কে ছিলেন। এই অবস্থায় সেনাবাহিনীর নিয়মিত টহল ও মন্দির পরিদর্শনে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App