×

খেলা

টাইগারদের ২৮৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৫:০৪ পিএম

টাইগারদের ২৮৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

তাসকিনকে অভিনন্দন জানাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

   
সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টাইগারদের ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট খুইয়ে ২৮৬ রান তুলে সফরকারীরা। এখন ব্যাট হাতে কেমন লড়াই করবে টাইগাররা তা দেখার অপেক্ষায় আছে ক্রিকেটপ্রেমীরা‌। তাছাড়া আজ ম্যাচটি জিতলে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশ উদযাপন করার সুযোগ পাবেন তামিম-সাকিবরা। এদিকে আজ ব্যাট হাতে একাই লড়াই করেছেন শ্রীলঙ্কার দলপতি কুশল পেরেরা। এমনকি তিনি সেঞ্চুরিও করেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। আর অধিনায়ক হিসেবে এটি পেরেরার প্রথম ওয়ানডে শতক। সেঞ্চুরি তুলে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন কুশল পেরেরা। কিন্তু তাকে ব্যক্তিগত ১২০ রানে আউট করেন টাইগার পেসার শরিফুল ইসলাম। এছাড়া আজ তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার দলপতি। টাইগারদের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালই করেছিল দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও দানুশকা গুনাথিলাকা। তারা দুজনে ১০ ওভারে ৭৭ রান তোলেন। তবে বল হাতে তাসকিন আহমেদ টাইগার শিবিরে স্বস্তি ফেরান। ডানহাতি এই পেসার দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করে ৮২ রানের জুটি ভেঙেছেন। লঙ্কান এই ওপেনার আউট হবার আগে ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে আসা পাথুম নিসাঙ্কাকে রানের খাতা খোলার আগেই নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাসকিন। এর ফলে উড়ন্ত শুরুর পর তাসকিনের জোড়া আঘাতে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে চাপ কাটিয়ে ব্যাট হাতে ঘুরে দাঁড়ায় কুশল পেরেরা। কিন্তু ১৫১ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। ব্যক্তিগত ২২ রানে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান তাসকিন। এরপর দলীয় ২১৬ রানে আউট হন কুশল পেরেরা। লঙ্কান দলপতি আউট হবার পর আর কেউ কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। নিরোশান ডিকবেলা ৭ ও হাসারাঙ্গা ১৮ রানে আউট হন। টাইগারদের পক্ষে বল হাতে তাসকিন ৪উইকেট শিকার করেন। আর শরিফুল ইসলাম ১টি উইকেট পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App