×

খেলা

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ১০০০ কোটির ক্ষতিপূরণ মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২১, ০৬:২৫ পিএম

   

করোনার ফলে যখন জর্জরিত গোটা ভারত। দিনে প্রায় ৪ লক্ষ করে মানুষ গড়ে করোনা আক্রান্ত হচ্ছেন। সারা দেশের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। পরিস্থিতি সামাল দিতে দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন বিভিন্ন দেশ থেকে নানা জরুরি মেডিকেল পরিষেবার জিনিসপত্র যেমন, অক্সিজেন, জীবনদায়ী ঔষুধ, ইনজেকশন আনিয়ে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের বুকে আইপিএল আয়োজন করার সাহসী পদক্ষেপ নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। এপ্রিল মাসের ৯ তারিখ থেকে ভারতের ৬টি শহরের বুকে শুরু হয় আইপিএলের আসর। এতদিন পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। সুর, তাল, ছন্দে হঠাৎ করেই কাটার ইঙ্গিত মেলে রবিবার অর্থাৎ মে মাসের ২ তারিখ। ৩ তারিখ হৃদ কম্পন বাড়িয়ে কেকেআরের সন্দীপ ওয়ারিয়র এবং বরুন চক্রবর্তী করোনা পজিটিভ হন। তারপরেই খবর আসে চেন্নাই সুপার কিংস দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, সিইও বিশ্বনাথান এবং টিম বাসের চালক করোনা পজিটিভ। খবর হিন্দুস্তান টাইমসের।

চাপ বাড়তে থাকে বিসিসিআইয়ের উপর। মঙ্গলবারে এসে সানরাইজার্স হায়দরাবাদ দলের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালস দলের অমিত মিশ্র করোনা পজিটিভ হওয়ার কিছুক্ষনের মধ্যেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষনা করতে বাধ্য হয় বিসিসিআই।

তবে বিসিসিআইয়ের যন্ত্রণা এখানেই শেষ হচ্ছে না। করোনাকালে জরুরি পরিষেবা না হওয়া সত্বেও কীভাবে এতদিন আইপিএল আয়োজন করা হল সেই প্রশ্ন তুলে এবং ১০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বন্দনা শাহ নামক এক আইনজীবী। তার বক্তব্য ক্ষতিপূরণের এই অর্থ ভারতে করোনা মোকাবিলা এবং চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App