নাটকীয় জয়ে ভারতের হোলি উৎসব, ইংল্যান্ডের শূন্য থালা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১১:০০ পিএম

আউটের আবেদন করছেন ভারতীয় ফিল্ডাররা

৫০ বলে ৫০ রান করেন ডেভিড মালান

৫০ বলে ৫০ রান করেন ডেভিড মালান

পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে ভারতের ৩৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ডেভিড মালান ৫০ বলে করেন বরাবর ৫০ রান। একটা সময় তিনি জস বাটলারকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তাতে বাগড়া দেন সার্দুল ঠাকুর। এ সময় ১৫ রান করা জস বাটলারকে ফিরিয়ে দেন সার্দুল। লিয়াম লিভিংস্টোনের ৩৬ রানে আউট হওয়ার পর মালানও প্যাভিলিয়নে ফিরেন। এরপর ২৯ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলে বিদায় নেন মঈন আলি। তবুও জয়ের আশা বেঁচে ছিল ইংলিশ শিবিরের। শেষ দিকে অনিন্দ্যসুন্দর ইনিংস আসে স্যাম কারেনের ব্যাট থেকে। ৮৩ বলে ৯৫ রান করেন তিনি। ভারতের হয়ে ৪ উইকেট নেন সার্দুল। ভুবনেশ^র নেন ৩ উইকেট।
[caption id="attachment_274674" align="alignnone" width="809"]
এর আগে প্রথম উইকেটের পার্টনারশিপে ভারতকে ১০৩ রান এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। এ সময় ৩৭ রানে আউট হন রোহিত। দলীয় ১১৭ রানের সময় ৬৭ রান করে শিখর ধাওয়ান ও ১২১ রানের মাথায় ৭ রান করে বিরাট কোহলি আউট হন। এরপর ১৫৭ রানে লুকেশ রাহুল ৭ রান করে আউট হন। ভারতকে বড় স্কোর এনে দিতে সবচেয়ে বেশি অবদান রাখেন ঋষভ পন্ত ও হার্দিক পান্ডেয়া। তারা দুজনে মিলে ৯৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। পন্ত ৬২ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। পান্ডেয়া ৪৪ বলে করেন ৬৪ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন মার্ক উড।