অপিকে শচিনের উপহার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৮:৪৭ পিএম


বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপিকে অটোগ্রাফযুক্ত একটি ব্যাট উপহার দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। ভারতে রোড সেফটি টুর্নামেন্ট খেলতে অপিসহ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা গিয়েছেন।
মেহরাব হোসেন অপি ১৯৯৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেন। এটি ছিল বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরি। তবে জাতীয় দলে তার ক্যারিয়ার খুব বেশি লম্বা ছিল না। ১৯৯৮ সালে অভিষেক হওয়ার পর ২০০৩ সালেই শেষ হয়ে যায় তার জাতীয় দলের ক্যারিয়ার।
অপরদিকে শচিন টেন্ডুলকার পৃথিবীর একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে নিজের একশতম সেঞ্চুরিটি করেন তিনি। টেন্ডুলকার ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি ও টেস্টে ৫১টি সেঞ্চুরি করেছেন।