বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৩৭ এএম

পাকিস্তান দল
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের বেছে নিয়েছে পিসিসি।
পিএসএল-এর সমাপ্তির পর এই সিরিজটি শুরু হবে। সিরিজের সবকটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । শিগগিরই ম্যাচগুলোর সূচিও ঘোষণা করা হবে। এই সিরিজে সালমান আলি আগা অধিনায়কের দায়িত্ব পালন করবেন । পাকিস্তানের নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট এটি।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়, পিএসএলের পারফরম্যান্স দেখেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য এই স্কোয়াড নির্বাচন করা হয়েছে।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মুহাম্মদ ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব।