৪ লাল কার্ডের ম্যাচে লিভারপুলকে রুখে দিলো এভারটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮ এএম
-67ad8315b8d98.jpg)
ছবি: সংগৃহীত
মার্সিসাইড ডার্বিতে হতাশাই উপহার দিলো লিভারপুল। এভারটনের মাঠ গোডিসন পার্কে গিয়ে স্বাগতিকদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
কিন্তু শেষের ঘটনায় স্মরণীয় হয়ে থাকলো ম্যাচটি। সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলার ও কর্মকর্তারা। রেফারির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে যান লিভারপুল কোচ ও সহকারী কোচ। ফলে মোট চারজনকে লাল কার্ড দেখানো হয়।
এই ড্রয়েও শীর্ষস্থান হারাতে হয়নি লিভারপুলকে। ২৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৭। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। ২৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এভার্টন।
এদিন মাত্র ১১ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। স্বাগতিকদের হয়ে প্রথম গোল করেন বেতো। এরপর ১৬তম মিনিটে সালাহর দারুণ এক অ্যাসিস্টে ব্যবধান কমান মিডফিল্ডার ম্যাক আলিস্টার।
বিরতির পরও একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা। অন্যদিকে কম সুযোগ পেলেও ৭৩তম মিনিটে ঠিকই বাজিমাত করে লিভারপুল। দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সালাহ। চলতি মৌসুমে সালাহর ২২তম গোল এটি।
লিভারপুল যখন জয়ের অপেক্ষায়, তখনই অল রেডদের বড় ধাক্কা দেয় এভারটন। একেবারে শেষ মুহূর্তে বল জালে জড়ান তারকোফস্কি। ভিএআর পরীক্ষা-নিরীক্ষা করে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। এরপরই অবশ্য সংঘর্ষেও জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়-কোচিং স্টাফরা।