×

খেলা

শেষ মুহূর্তে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ২ পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ এএম

শেষ মুহূর্তে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ২ পরিবর্তন

ছবি: সংগৃহীত

   

সব অপেক্ষার অবসান হলো। জাসপ্রিত বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্লাইট ধরবে ভারত। প্রায় পাঁচ সপ্তাহের বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ায় পরও বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে ছাড়পত্র মেলেনি বুমরাহর। 

এতে শেষ সময়ে আরেক পেসার হার্শিত রানার কপাল খুলেছে। গেল আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত সময় কাটানোর পুরস্কারই পাচ্ছেন তিনি।

এদিকে বুমরাহ না থাকায় বোলিং বিভাগে শক্তি আরো খানিকটা বাড়িয়েছে ভারত। শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা নিশ্চিত করেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। বাঁহাতি ওপেনার জয়সওয়ালের বদলি হিসেবে ঠাঁই পেয়েছেন তিনি। 

জয়সওয়াল না থাকলেও ভারতের ব্যাটিং শক্তির ধার কমেনি। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে আছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভঁমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও রিশভ পান্ত। স্কোয়াডে চার অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

শেষ সময়ের বদলের পর স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মোহাম্মদ শামি, আর্শদীপ সিং ও হার্শিত রানা। আর দুজন বিশেষজ্ঞ স্পিনার হলেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তান মূল আয়োজক হলেও সেখানে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। 'এ' গ্রুপে তাদের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের চূড়ান্ত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, রিশভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App