×

খেলা

৫ গোলে হারিয়ে ম্যান সিটিকে ‘নম্র’ হতে শেখাল আর্সেনাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ এএম

৫ গোলে হারিয়ে ম্যান সিটিকে ‘নম্র’ হতে শেখাল আর্সেনাল

ছবি: সংগৃহীত

   

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গানার্সরা যেন মাঠেই ফিরিয়ে দিলো সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের সেই বিখ্যাত কথার জবাব- Stay Humble (নম্র থাকো)। 

গত মৌসুমে শেষ সেকেন্ডের এক নাটকীয় গোলে আর্সেনালকে জয়বঞ্চিত করে ম্যানসিটি। এরপরেই হালান্ডের এই মন্তব্য ফুটবল জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর এবার আর্সেনাল প্রমাণ করল, কথার চেয়ে কাজেই জবাব দেওয়া যায় ভালোভাবে।

শনিবার শিরোপা দৌড়ে আর্সেনালের মূল প্রতিদ্বন্দ্বী লিভারপুল বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে যায় ৯ পয়েন্টে। দৌড়ে টিকে থাকতে তাই রবিবার সিটিকে হারানো ছাড়া কোনো উপায় ছিল না মিকেল আর্তেতার শিষ্যদের। আর সেই কাজটা আর্সেনাল শেষ করেছে একেবারে ৫ গোল দিয়ে। ঘরের মাঠ এমিরেটসে ম্যানসিটিকে রীতিমত উড়িয়েই দিয়েছে গানার্সরা। 

ম্যাচের মাত্র ২য় মিনিটেই মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পুরো প্রথমার্ধেই ম্যানসিটির ওপর একপ্রকার রাজত্ব করেছে তারা। কাই হাভার্টজ সহজ সুযোগ মিস না করলে প্রথমার্ধেই আরেক গোল পেতে পারত গানার্সরা। বিরতির পর ৫৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে সমতা ফিরিয়েছিল সিটি।

তবে এই গোলটা যেন আর্সেনালকে আরো বেশিই তাঁতিয়ে দিয়েছে। দুই মিনিট পরে থমাস পার্টের গোলে ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর মাইলস লুইস-স্কেলি ৬২ মিনিটে গোল করে স্কোরলাইন করেন ৩-১। 

সিটির জালে পরে আরো দুইবার বল জড়ান কাই হাভার্টজ ও এথান নোয়ানেরি। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা আরও বড় হতেই পারত। এই ম্যাচ দিয়ে সিটি ছয় ম্যাচ পরে প্রিমিয়ার লিগে হারের মুখ দেখেছে। ২৪ ম্যাচে সিটির পয়েন্ট ৪১, চতুর্থ স্থানে আছে দলটি। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। এক ম্যাচ কম খেলে লিভারপুল ৫৬ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App