১৫২ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম
-679c6f9e60acb.jpg)
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তবে ঘরোয়া লিগগুলোয় নিয়মিতই খেলছেন। এবার রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে ফের সবার নজর কাড়লেন।
মুম্বাইয়ের জার্সিতে আগের ম্যাচে আট নম্বরে ব্যাট হাতে নেমে সেঞ্চুরি করেছিলেন। এবার মেঘালয়ের বিপক্ষে বল হাতে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। এদিন মাত্র ২ রান তুলতেই সাজঘরে ফেরেন প্রতিপক্ষের ৬ ব্যাটার; প্রথম শ্রেণির ১৫২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটেছে এমনটি।
ইনিংসের প্রথম ওভারেই নিশান্তা চক্রবর্তীকে সাজঘরে ফেরান শার্দুল। এরপর তৃতীয় ওভারে আক্রমণে এসে হ্যাটট্রিকের স্বাদ পেয়ে যান। তৃতীয় ওভারের শেষ তিন বলে বালচান্দার অনিরুধ, সুমিত কুমার ও জাসকিরাত সিংকে প্যাভিলিয়নের পথ দেখান। তারা সবাই ডাক খেয়েছেন।
রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের এই কীর্তি গড়েন তিনি। তার এমন পারফরম্যান্সে ১৫২ বছরের মধ্যে সবচেয়ে কম রানে প্রথম ৬ উইকেট হারায় মেঘালয়।
এর আগে, ১৮৭২ সালে লর্ডসে ০ রানে ৬ ব্যাটার সাজঘরে ফিরেছিলেন; যা এখন পর্যন্ত সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর রেকর্ড। এরও ৫ বছর আগে, ৩ রানে ৬ উইকেট পড়তে দেখা গিয়েছিল। এ ছাড়া ভারতের মাটিতে ১৯৪৮ ও ১৯৬৩ সালে ৪ রানে ৬ উইকেট হারিয়েছিল।