উইন্ডিজের বিপক্ষে বড় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:৫০ এএম
-6798702d850aa.jpg)
ছবি: সংগৃহীত
ওয়ানডে সিরিজ খোয়ানোর পর বাজে হার দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় পরাজয় দেখেছে নিগার সুলতানার দল। এই হারে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো টাইগ্রেসরা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রানের পুঁজি পায় লাল-সবুজের দল। জ্যোতির ব্যাট থেকে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ অপরাজিত ৫৩ রানের ইনিংস এসেছে। শারমিন আক্তার সুপ্তা ৪১ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬ দশমিক ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ চারের মারে ৫৪ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন অধিনায়ক হেইলি ম্যাথুজ। তার সঙ্গে অপরাজিত ছিলেন দিয়ান্দ্রা ডটিন, ২২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ২১ বলে ২৯ রানের ইনিংসে ভিত্তি গড়ে দিয়েছিলেন ওপেনার কিয়ানা জোসেফ।
বাংলাদেশের হয়ে একমাত্র বোলার হিসেবে ফাহিমা খাতুন দুটি উইকেট নেন।