ভারতকে বড় লক্ষ্য দিতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম

ছবি: সংগৃহীত
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে কার্যত জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণে ব্যাটিং ব্যর্থতায় বড় পুঁজি গড়তে পারেনি জুনিয়র টাইগ্রেসরা।
রবিবার (২৬ জানুয়ারি) বেইউমাস ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৬৪ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে লাল-সবুজেরা। দলীয় ৯ রানে সাজঘরে ফেরেন টপ-অর্ডারের তিন ব্যাটার। উইকেট পতনের মিছিলে শুরুর পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও সুমাইয়া আক্তার। তবে এলবিডব্লিউ হয়ে মাওয়া ফিরলে ভাঙে এই জুটি। ফেরার আগে ২০ বলে তার ব্যাট থেকে ১৪ রান এসেছে। শেষ পর্যন্ত আর বেশিদূর এগোতে পারেনি জুনিয়র টাইগ্রেসরা।