×

খেলা

‘আপসেট হলে তো গলায় দড়ি দিয়ে মরার কথা’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

‘আপসেট হলে তো গলায় দড়ি দিয়ে মরার কথা’

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দ্যুতি ছড়াচ্ছেন তাসকিন আহমেদ। দলের পারফরম্যান্সে আপ-ডাউন হলেও দারুণভাবে নিজেকে মেলে ধরছেন তিনি। গুঞ্জন ছিল, পিএসএলেও দল পাবেন তাসকিন। কিন্তু শেষমেশ দল পাননি তারকা এই পেসার। 

সোমবার (২০ জানুয়ারি) ম্যাচ শেষে তাসকিনের কাছে পিএসএল ড্রাফট নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে এই পেসারের সহজ উত্তর, দল না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই। 

তাসকিন বলেন, ‘না (পিএসএলে দল না পাওয়া) আপসেট এর কী আছে? আমি যদি জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারি, যেখানেই খেলি যদি ভালো খেলতে পারি সামনে অনেক সুযোগ আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি, এটা আপসেটিং হলে অইটা তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আপসেট না, তকদিরে যা আছে, সামনে আসবে ইনশাল্লাহ।’

দলের হার নিয়ে তাসকিন বলেন, ‘আসলে দেখেন শুরুটা ভালোই হয়েছে। ৫ ক্যাচ মিস। ১৯০ এর জায়গায় ১৬০-৭০ হলে ভিন্ন গেম হতেই পারত। সব মিলে খারাপ দিন গেছে। হ্যাঁ, আগের ম্যাচেও হইসে হয়ত সামনেও হবে। এরপর যেগুলা উইকেট পাই, সেগুলাই। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে যেন সামনে আরও খেলতে পারি।’

আইপিএলে খেলার গুঞ্জন নিয়ে তাসকিন বলেন, ‘না। হয়ত কারও ইনজুরি হলে ডাকতে পারে। ডিরেক্ট আমার সাথে কথা হয়নি। নরমালি তো এজেন্টের সাথে কথা হয়।’

এদিকে তাসকিনের বাবা বলেছিলেন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ছেলেকে দেখতে চান। তবে সংবাদ সম্মেলনে বিষয়টি এড়িয়ে গিয়ে তাসকিনের ভাষ্য, ‘আমার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় খেলা ভালো খেলা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App