ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় রাজশাহীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম
-678e6fb05dc3c.jpg)
ছবি: সংগৃহীত
একপেশে ম্যাচে চিটাগং কিংসের কাছে বড় ব্যবধানে হেরেছে দুর্বার রাজশাহী। স্বাগতিক বোলারদের আগুনঝড়া বোলিংয়ের সামনে রাজশাহীর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। এতে মুখ থুবড়ে পড়েছে সফরকারীদের ব্যাটিং লাইন-আপ।
সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানের সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস। জবাবে ১৪ দশমিক ২ ওভারে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় রাজশাহী।
১৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল রাজশাহী। ২০ রানে তিন উইকেট হারানোর পর দলীয় ৬৮ রানে ৭ উইকেট খুইয়ে ফেলে তাসকিন আহমেদের দল। সেখান থেকেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী।
দলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ২১ রান করেন এনামুল হক বিজয়। আর ১৩ বলে আকবর আলির ব্যাট থেকে আসে ১০ রান। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
চট্টগ্রামের হয়ে ১০ রানে শরিফুল এবং ৬ রান খরচায় নাঈম দুটি করে উইকেট নেন।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই উসমান খানের উইকেট হারায় চিটাগং। দলীয় ৮ রানের মাথায় ৪ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
এরপর নাঈম ইসলামের সঙ্গে যোগ দেন গ্রাহাম ক্লার্ক। দেখেশুনে খেলে পাওয়ারপ্লেতে আর কোনো বিপদ না হতে দিয়ে ৪৩ রান তুলে নেয় স্বাগতিকরা। সময়ের সঙ্গে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রানের গতি বাড়ান তারা। তবে দলীয় ৯২ রানের মাথায় থামেন ক্লার্ক। ২৮ বলে ৪৫ রান করে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অন্যপ্রান্তে ফিফটি ছুঁয়ে ফেলেন নাঈম। এরপর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি তিনি (৪১ বলে ৫৬)।
চারে নেমে ঝড় তুলেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ঝোড়ো ব্যাটিংয়ে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
শেষদিকে রাহাতুল ফেরদৌসের ৮ বলে ১৬ এবং হায়দার আলীর ১৪ বলে ২৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে চিটাগং।
রাজশাহীর হয়ে তাসকিন দুটি এবং জিসান আলম, শফিউল ইসলাম এবং মোহর শেখ একটি করে উইকেট নেন।