×

খেলা

বিশ্বকাপ-টিকিটের পথ কঠিন করে ফেলল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

বিশ্বকাপ-টিকিটের পথ কঠিন করে ফেলল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

   

বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (২০ জানুয়ারি) সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। 

এই হারে বিশ্বকাপে সরাসরি খেলার পথ কঠিন করে ফেলল নিগার সুলতানার দল। কারণ, বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশকে দুটি জিততেই হবে। এক ম্যাচ জিতলে সমীকরণের মার-প্যাঁচে পড়বে টাইগ্রেসরা।

এ বছর নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়া চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি মূলপর্বে খেলার টিকিট পাবে। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে (ভারত বাদে) বাংলাদেশ। ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে নিউজিল্যান্ড। কিউইদের টপকাতে না পারলে শেষপর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৫ রানের সূচনা করে বাংলাদেশ। ১০ রান করে ফেরেন ওপেনার ফারজানা হক। এরপর দ্বিতীয় উইকেটে শারমিক আক্তারকে নিয়ে ৪৪ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার মুরশিদা খাতুন। মুরশিদা ৪০, শারমিন ৪২ ও জ্যোতি ৪৪ বল খেলে ১৪ রানে আউট হন। 

দলীয় ১২৩ রানে চতুর্থ উইকেট পতনের পর হাফ-সেঞ্চুরির জুটি গড়েন দুই মিডল-অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। ৬৯ বলে ৫৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। 

৪৬তম ওভারে দলীয় ১৭৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে স্বর্ণার আউটের পর বাংলাদেশের পরের দিকের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। শেষ ২৯ বলে ৫ উইকেট হারিয়ে মাত্র ২১ রান যোগ করে সফরকারীরা। ফলে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১৯৯ রানের টার্গেটে ওপেনার ও অধিনায়ক হিলি ম্যাথুজের সেঞ্চুরিতে ১১০ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ চারে ৯৩ বলে অপরাজিত ১০৪ রান করেন ডটিন।

সতীর্থ কিয়ানা জোসেফের সাথে উদ্বোধনী জুটিতে ১৬৩ রান তুলেন ডটিন। ৭০ রানে বাংলাদেশের স্পিনার রাবেয়া খানের শিকার হন জোসেফ। রাবেয়া ৩৮ রানে ১ উইকেট নেন।

আগামী ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App