লিটন-পেরেরার টর্নেডো ফিনিশিংয়ে ঢাকার বড় পুঁজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
চলতি বিপিএলের শুরুর দিকে অধারাবাহিক ছিলেন লিটন দাস। তবে মাঝপথে ব্যর্থতার বৃত্ত ভাঙেন এই ওপেনার। এবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও হাফ-সেঞ্চুরি পেয়েছেন তিনি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ গড়েছে ক্যাপিটালসরা।
সোমবার (২০ জানুয়ারি) সাগরিকায় ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন লিটন।
ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন তানজিদ তামিম। তবে ইনিংস লম্বা করতে পারেননি এই ওপেনার। ১৬ বলে ২২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর ৮ বলে ৯ রানে নামিবিয়ার ব্যাটার জেপি কোৎজে এবং ৭ বলে ৪ রানে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত।
চতুর্থ উইকেটে সাব্বিরকে নিয়ে ৩৮ বলে ৪২ রানের জুটি করেন লিটন। তবে টিপু সুলতানের বলে বোল্ড হয়ে ২১ বলে ২৪ রানে থামেন সাব্বির।
পঞ্চম উইকেট জুটিতে তাণ্ডবলীলা চালান লিটন ও থিসারা পেরেরা। ২৮ বলে ৮১ রানের জুটি গড়েন তারা। তবে ইনিংসের ১৯তম ওভারে রুয়েল মিয়ার বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ফেরার আগে সমান ৪ চার-ছক্কায় ৩৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন উইকেটকিপার এই ব্যাটার।
শেষ ওভারে পেরেরাও প্যাভিলিয়নে ফেরেন। সমান ৩ চার ও ছক্কা ১৭ বলে ৩৭ রান করেন ঢাকার অধিনায়ক। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে ঢাকার ইনিংস।