×

খেলা

পারিশ্রমিক বিতর্ক পেছনে ফেলে দুর্দান্ত জয় রাজশাহীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

পারিশ্রমিক বিতর্ক পেছনে ফেলে দুর্দান্ত জয় রাজশাহীর

ছবি: সংগৃহীত

   

গত দু’দিন ধরেই আলোচনায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। পারিশ্রমিক বিতর্কে নানান শিরোনামের খোরাক যুগিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে জয়ের ধারায় ফিরলো পারিশ্রমিক বিতর্কে টালমাটাল দলটি। ব্যাটিং ব্যর্থতায় ঢাকা ক্যাপিটালসের কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে হারের পর দলীয় নৈপুণ্যে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল।

শুক্রবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ পায় দুর্বার রাজশাহী। জবাবে ১৭ দশমিক ৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট।

১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ন্যূনতম লড়াই-ও করতে পারেনি সিলেট। ফের ব্যাটিং ব্যর্থতায় ডুবে তারা। ক্রিজে দাঁড়াতেই পারেননি পল স্টার্লিং এবং রনি তালুকদার। তবে শুরুর ধাক্কা সামলে পাওয়ারপ্লেতে ৪৫ রান তোলে জর্জ মানসি ও জাকির হাসান।

তবে ইনিংসের দশম ওভারে মার্ক দেয়ালের শিকার হয়ে ফেরেন জাকির। ফেরার আগে ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তিনি। অন্যপ্রান্তে ২২ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন মানসি।

এরপর অ্যারন জোন্স এবং নাহিদুল ইসলাম-ও ক্রিজে থিতু হতে পারেননি। দলীয় ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় সিলেট।

শেষদিকে জাকের ২০ বলে ৩ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেন, যা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শুধু।

রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম ২৫ রান খরচায় ৩ উইকেট নেন। এ ছাড়া দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী আর আফতাব আলম।

এর আগে, ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। ভালো শুরুর পর হারিস ফিরলে এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি গড়েন জিসান আলম। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ বলে ২০ রান করে নাহিদুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন জিসান।

এরপর ঝোড়ো ইনিংস খেলা বিজয়কে ফেরান রুয়েল মিয়া। ৩ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩২ রান করে ফেরেন রাজশাহীর অধিনায়ক। চতুর্থ উইকেটে বড় কিছুর আভাস দিয়ে ১০ বলে ১৯ রান করে ফেরেন ইয়াসির।

এরপর ঝড় তোলেন রায়ান বার্ল। এক ওভারেই তিন ওভার বাউন্ডারির দেখা পেয়ে যান তিনি। তবে এক চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৪১ রান করা বার্লকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান নিহাদুজ্জামান। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ও আকবর আলীর ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী।

সিলেটের হয়ে তিন উইকেট শিকার করেন রুয়েল মিয়া। এ ছাড়া নাহিদুল ও নিহাদু্জ্জামান দুটি করে উইকেট শিকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App