সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ রাজশাহীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম
-678a270a2f3d4.jpg)
ছবি: সংগৃহীত
পারিশ্রমিক বিতর্ক ঠেলে দারুণভাবেই বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু করলো দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়, রায়ান বার্লের ব্যাটে সিলেট স্ট্রাইকার্সকে ১৮৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দু্র্বার রাজশাহী।
শুক্রবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ পেয়েছে দুর্বার রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল।
ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। ভালো শুরুর পর হারিস ফিরলে এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি গড়েন জিসান আলম। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ বলে ২০ রান করে নাহিদুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন জিসান।
এরপর ঝোড়ো ইনিংস খেলা বিজয়কে ফেরান রুয়েল মিয়া। ৩ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩২ রান করে ফেরেন রাজশাহীর অধিনায়ক। চতুর্থ উইকেটে বড় কিছুর আভাস দিয়ে ১০ বলে ১৯ রান করে ফেরেন ইয়াসির।
এরপর ঝড় তোলেন রায়ান বার্ল। এক ওভারেই তিন ওভার বাউন্ডারির দেখা পেয়ে যান তিনি। তবে এক চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৪১ রান করা বার্লকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান নিহাদুজ্জামান। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ও আকবর আলীর ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী।
সিলেটের হয়ে তিন উইকেট শিকার করেন রুয়েল মিয়া। এ ছাড়া নাহিদুল ও নিহাদু্জ্জামান দুটি করে উইকেট শিকার করেন।