কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:২১ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের দিল্লিতে বিশ্বকাপ খো খো চলছে। যেখানে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলই কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ (১৭ জানুয়ারি) দুই দলেরই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পুরুষ দল নেপালের বিপক্ষে আর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে নারী দল।
খো খো'তে সবচেয়ে শক্তিশালী দল ভারত। তাই নারীদের বিশ্বকাপ যাত্রা আজই থেমে যাওয়া সম্ভাবনা বেশি। এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ খেলোয়াড় সুরভী আঘাত পেয়েছেন।
সুরভীকে নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, আজকের খেলায় আঘাত পেয়ে সুরভী হাসপাতালে ভর্তি। পরবর্তী ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে নেপালকে পেয়েছে পুরুষ দল। হিমালয়ের দেশকে হারিয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকছে বাংলাদেশের। দিল্লিতে পুরুষ দলের ম্যাচ সন্ধ্যা সোয়া ৬টায় এবং নারী দলের সন্ধ্যা সাড়ে ৭টায়।