×

খেলা

‘শতাব্দীর সেরা চুক্তি’ রোনালদোর সঙ্গে, পাচ্ছেন আল নাসরের মালিকানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২০ এএম

‘শতাব্দীর সেরা চুক্তি’ রোনালদোর সঙ্গে, পাচ্ছেন আল নাসরের মালিকানা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

   

সৌদি আরবে আরো এক মৌসুম থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের খবর, রোনালদো এবারের চুক্তিতে আল নাসরের মালিকানার একাংশই পেয়ে যাচ্ছেন।

এই খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তাদের প্রতিবেদন অনুযায়ী, রোনালদো সঙ্গে আল নাসরের নতুন চুক্তিটা আর্থিক দিক থেকে আকর্ষণীয় হতে চলেছে। আল নাসরে পর্তুগিজ মহানায়ককে দলের মালিকানার পাঁচ শতাংশ দেবে। 

মালিকানার পাশাপাশি বেতনটাও নেহায়েত মন্দ নয় রোনালদোর। একাধিক বছরের চুক্তিতে তিনি বেতন বাবদই আল নাসরে থেকে প্রতি মৌসুমে ১৮ কোটি ৩০ লাখ ইউরো পাবেন। সঙ্গে পারফরম্যান্স বোনাস তো থাকছেই। 

ক্রিশ্চিয়ানো রোনালদো আসছে ফেব্রুয়ারিতে পা দেবেন ৪০ বছরে। তার ঠিক আগে তার এমন চুক্তি পাওয়া জানান দিচ্ছে, তিনি এখনো ফুরিয়ে যাননি।

আরো পড়ুন: পিছিয়ে পড়েও ড্র লিভারপুলের

সৌদি প্রো লিগে যোগ দেয়ার পর থেকে তার গোলের ক্ষুধা বেড়েছে আরো। একের পর এক মাইলফলক ছুঁয়েই যাচ্ছেন তিনি। ৯০০ গোলের রেকর্ড গড়েছেন তিনি। এরপর তো জানিয়েও দিয়েছেন, গোলের সংখ্যা হাজারে নিয়ে যেতে চান তিনি। 

সবশেষ তিনি গড়েছেন প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ বছর গোল করার রেকর্ড। নতুন বছরে আল নাসরের হয়ে প্রথম ম্যাচে নেমেই গোল করেছেন তাতেই তিনি গড়ে ফেলেছেন এই রেকর্ড।

তবে আল নাসরে যোগ দেয়ার পর থেকে তিনি কোনো মেজর শিরোপাই জিততে পারেননি। এ আক্ষেপটা রয়ে গেছে এখনও। সৌদি প্রো লিগে এবারের মৌসুমেও সুবিধা করতে পারেনি তার দল। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র ২৮। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট এক ম্যাচ বেশি খেলে ৪০, দুইয়ে থাকা আল ইতিহাদও ১৫ ম্যাচে পেয়েছে সমান ৪০ পয়েন্ট।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের ফুটবলকে বিশ্বমঞ্চে যারা জনপ্রিয় করেছেন তাদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। তাকে অনুসরণ করে করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো তারকারা সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App