×

খেলা

‘বেশি লাগতে আইসো না সাব্বির’, মাঠে ফের মেজাজ হারালেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

‘বেশি লাগতে আইসো না সাব্বির’, মাঠে ফের মেজাজ হারালেন তামিম

ছবি: সংগৃহীত

   

ক’দিন আগেই মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে জরিমানাও গুনতে তাকে। এবার ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ফের উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল। এবার অবশ্য সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়েছেন  বরিশালের অধিনায়ক।

বরিশালের ইনিংসের নবম ওভারে ঘটনার সূত্রপাত। ঢাকার ১৪০ রানের জবাবে তামিম ইকবাল ও ডেভিড মালান ব্যাট করছিলেন। এ সময় তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকান সাব্বির। তবে সেটি বোলার কিংবা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন তিনি। 

ধারণা করা হচ্ছে, ব্যাটারকে বিভ্রান্ত করার জন্যই এমনটা করেছিলেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে “ফেইক ফিল্ডিং” বলে। তামিম বিষয়টি ভালোভাবে নেননি। এ নিয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখান তিনি। সাব্বিরকে কিছু একটা বলতেও দেখা যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, তামিমকে বলতে শোনা গেছে, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরো কিছু বলছিলেন কি না, তা স্পষ্ট শোনা যায়নি। 

এ ঘটনায় সাব্বির, তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামলে নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। এ সময় অনফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ দশমিক ৩ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম। তবে পুরস্কার বিতরণীতে তাকে দেখা যায়নি। তার বদলে বরিশালের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত এসেছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App