পূর্ণ বিশ্রামের খবর উড়িয়ে দিলেন জাসপ্রিত বুমরাহ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম

ছবি: সংগৃহীত
সিডনি টেস্টে চোট পেয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। ম্যাচের দ্বিতীয় দিন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা করানোর জন্য। তার পর থেকেই বুমরাহর পিঠের চোট নিয়ে নানা জল্পনা চলছে।
তবে পূর্ণ বিশ্রামের খবর উড়িয়ে দিয়েছেন তিনি। বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া পিঠের চোটের জন্য চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর ছড়ায় বুধবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের খেলা নিয়ে তৈরি হয় সংশয়। বিষয়টি জানার পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের অন্যতম সেরা পেস বোলার।
বুমরাহের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, নিউজিল্যান্ডের শল্য চিকিৎসক রোয়ান শটেনের পরামর্শ নেন বুমরাহ। ২০২৩ সালে তিনি বুমরাহর পিঠে অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচার করা জায়গাই ফুলে গিয়েছে। চিকিৎসক আপাতত তাকে বাড়িতে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পিঠের ফোলা অংশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাবধানে থাকতে হবে। তার পর ঠিক করা হবে পরবর্তী চিকিৎসার পদ্ধতি।
বিষয়টি জানার পর বুমরাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি জানি, ভুয়া খবর সহজেই ছড়িয়ে পড়ে। খবরটি শুনে খুব হেসেছি। সূত্রটি ভরসাযোগ্য নয়।’ লেখার সঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন তিনি। বুমরাহ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তার চোট যতটা গুরুতর বলা হচ্ছে, তা আদৌ নয়। তিনি বাড়িতে পূর্ণ বিশ্রামে নেই।
বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। ম্যাচের দ্বিতীয় দিন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা করানোর জন্য। সে দিন মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করে উঠে যেতে হয় তাকে। ব্যাট করতে নামলেও আর বল করেননি ম্যাচের বাকি অংশে। তার পর থেকেই বুমরাহের চোট নিয়ে নানা জল্পনা চলছে।