×

খেলা

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

ছবি: সংগৃহীত

   

ঢাকায় প্রথম পর্ব ও সিলেট পর্বের পর চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম পর্ব সামনে রেখে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির পক্ষ থেকেও গণমাধ্যমে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজশাহী দলের অনুশীলন করার কথা ছিল। কিন্তু সকাল পৌনে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।

হঠাৎ কেন অনুশীলন বাতিল, এর পেছনের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে ভিন্ন কারণ। জানা গেছে, পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটারা।

ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার গণমাধ্যমে জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য, কোচরা ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন।

এদিকে, রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব অপির সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সাড়া পাওয়া যায়নি। কিন্তু ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হচ্ছে।

যদিও এবার বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় পারিশ্রমিক ইস্যু। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষেই ছিল বিসিবি।

উল্লেখ্য, ৬ ম্যাচে ২ জয় আর ৪ হার নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে দুর্বার রাজশাহী। ফলে, বিপিএলের প্লে-অফে খেলতে পরের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই ফ্র্যাঞ্চাইজিটির সামনে। চট্টগ্রাম পর্বে ৪টি ও ঢাকায় শেষ পর্বে লিগের ২ ম্যাচ খেলবে রাজশাহী। আগামী ১৭ জানুয়ারি চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রাজশাহী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App