লিটন-তামিম ঝড়ে বিপিএলে রেকর্ডবুক তছনছ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত
রীতিমত ঝড়ই দেখল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। জাতীয় দল থেকে বাদপড়ার কয়েক ঘণ্টা ব্যবধানেই নিজের জাতটা ফের চেনালেন লিটন কুমার দাস। বিপিএলের ইতিহাস ওলটপালট করে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের প্রথম সেঞ্চুরি স্পর্শ করলেন উইকেটকিপার এই ব্যাটার।
এখানেই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। এবার এই মাঠ থেকেই বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও পেলেন তিনি। তার সঙ্গে তানজিদ হাসান তামিম-ও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। এতেই আরেকবার সিলেটে রেকর্ডবুক পুরোপুরি তছনছ হলো।
বিপিএলে এ ম্যাচের রেকর্ডগুলো একনজরে দেখে নেওয়া যাক
১
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে, আইপিএলে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স প্রথম উইকেটে ২২৯ রান তুলেছিলেন।
২
তানজিদ-ও রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন। লিটনের সঙ্গে তিনিও ইতিহাসের অংশ। ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি পেয়েছেন এই ওপেনার। ১০৮ রানে প্যাভিলিয়নে ফেরার আগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি এখন তার।
৪৪
বিপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ড এখন তারই দখলে। আর বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি মালিক এখন লিটন। এর আগে, ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। বিপিএলের ইতিহাসে দ্রুততম দ্বিতীয় ম্যাজিক ফিগারে এই রেকর্ড ভাগাভাগি করছেন তারা। তবে বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
২৪১
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন লিটন আর তামিমের। এর আগে, ২০১৭ আসরের ফাইনালে ব্র্যান্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি গড়েছিলেন। এই জুটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড-ও ভেঙেছে।
২৫৪
১ উইকেটে ২৫৪ রান নিয়ে থামে ঢাকা ক্যাপিটালস। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানও এখন ঢাকার দখলে। এতদিন ২৩৯ রান করে যৌথভাবে শীর্ষে ছিল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।