জোড়া সেঞ্চুরিতে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ঢাকার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এখনো অধরা জয়ের খোঁজে ঢাকা ক্যাপিটালস। ৬ ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে তারা। এরই মাঝে ঘরোয়া এই টুর্নামেন্টে নতুন রেকর্ড গড়লো রাজধানীর দলটি। দুই ওপেনার তানজিদ ও লিটনের জোড়া সেঞ্চুরিতে এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেয়েছে ঢাকা।
রবিবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৪ রান তুলেছে ঢাকা। বিপিএলে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। এতদিন ২৩৯ রান করে যৌথভাবে শীর্ষে ছিল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পায় ঢাকা ক্যাপিটালস। মারকুটে ব্যাটিংয়ে পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করেন তারা। এরপর ২৪ বলে লিটনের ফিফটিতে ৮ দশমিক ৩ ওভারেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলে ঢাকার সংগ্রহ। অন্যপ্রান্তে ৩৫ বলে তানজিদ হাফ-সেঞ্চুরি ছুঁলে ১২ দশমিক ৩ ওভারেই দেড়শ পেরোয় ঢাকার পুঁজি।
উদ্বোধনী জুটিতে ২৪১ রানের রেকর্ড গড়ে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ। ফেরার আগে ৬৪ বলে ১০৮ রান করেন তামিম। উদ্বোধনী জুটিতে ঘরোয়া এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান করার রেকর্ড এটিই। এমনকি বিপিএলে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড-ও এটিই।
রাজশাহীর বোলারদের ওপর ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালিয়েছেন লিটন-তামিমরা। একের পর এক বাউন্ডারিতে ৪৪ বলে সেঞ্চুরি করেন লিটন। এই ফরম্যাটের ক্রিকেটে এটিই লিটনের প্রথম সেঞ্চুরি। এমনকি বিপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ড-ও এখন তারই দখলে।
এদিকে বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি মালিক এখন লিটন। এর আগে, ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। বিপিএলের ইতিহাসে দ্রুততম দ্বিতীয় ম্যাজিক ফিগারে এই রেকর্ড ভাগাভাগি করছেন তারা। তবে বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।