যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অনভিষিক্ত ইমন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

ছবি: সংগৃহীত
ওয়ানডে ক্রিকেটে এখনো অভিষেকের অপেক্ষায় পারভেজ হোসেন ইমন। তিনিই কি না, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন। লাল-সবুজের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারের ব্যাটিং অ্যাপ্রোচে মুগ্ধ নির্বাচকরা। ২২ বছর বয়সী এই ওপেনারকে আইসিসি ইভেন্টের দলে নিয়ে চমকই দেখানো হয়েছে। স্কোয়াড ঘোষণার পর ইমনকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তার ভাষ্য, পারভেজ হোসেন ইমনকে নিয়ে আপনারা বলতে পারেন, আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে, আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ারপ্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে।'
মূলত দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ব্যাক-আপ হিসেবেই ইমনকে দেখা হচ্ছে। প্রধান নির্বাচকের মতে, যদি কোনো কারণে দুজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েজ হিসেবে নিতে হয়, একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে। তার যেটা আমাদের আকৃষ্ট করেছে, কখনই মনে হয়নি- এটা (দলে জায়গা পোক্ত করার) অপরচুনিটি, কিছু রান করতে হবে। দলকে জেতানোর জন্য, দলের মূল লক্ষ্য ঠিক রাখার জন্য আগ্রাসী ক্রিকেট খেলে। মুখ্য বিষয় এটাই। এত বড় গ্লোবাল টুর্নামেন্টে তাকে যদি রাখা যায়, তার ওপর আস্থা আছে। ভবিষ্যতে দীর্ঘদিন দলে কন্টিনিউ করবে এই আস্থা আছে এ কারণেই তাকে নেওয়া।
এদিকে এর আগেও অবশ্য স্কোয়াডে সুযোগ পেয়েছেন ইমন, তবে খেলার সুযোগ মেলেনি। এ নিয়ে লিপু বলেন, একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা হস্তক্ষেপ করি না। ক্যাপ্টেন এবং কোচের মতামতের মূল্যই সবচেয়ে বেশি। তারা যে খেলোয়াড়কে সবচেয়ে উপযুক্ত মনে করে, তাকেই খেলায়। এ কারণেই ইমনকে হয়ত দেখতে পারেননি। দল গঠনে আমাদেরও মনে হয়, এই খেলোয়াড় হয়ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ নিয়ে আলোচনা হয়, কেন নিচ্ছি সেই যৌক্তিকতা তুলে ধরি। জুনিয়র তামিমের অ্যাপ্রোচের সঙ্গে মিল রেখে আমরা একজনকে খুঁজেছি।