×

খেলা

হারের ষোলোকলা পূর্ণ সুজনের, তবুও চাঙ্গা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

হারের ষোলোকলা পূর্ণ সুজনের, তবুও চাঙ্গা

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত দুই আসরে টানা ১৬ ম্যাচ হেরেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। গতবার দুর্দান্ত ঢাকা নামে খেলার পর এবার ঢাকা ক্যাপিটালস নামে খেলছে নতুন ফ্র্যাঞ্চাইজি। তবে পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসেনি। চলতি আসরে এখনো জয়ের দেখা পায়নি তারা, হেরেছে ৬ ম্যাচ।

এবারের আসরে ঢাকা নতুন মালিকানা পেলেও হেড কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনই আছেন। সবমিলিয়ে বিপিএলে টানা ১৬ ম্যাচ হেরেছেন এই কোচ। দল হারের বৃত্তে ঘুরপাক খেলেও মানসিকভাবে চাঙ্গা আছেন সুজন বলে দাবি করেছেন দলটির ওপেনার মুনিম শাহরিয়ার।

তিনি বলেন, ‘স্যার (সুজন) আসলে মানসিকভাবে কখনোই ডাউন হন না। মানুষের জীবনে এ রকম হতেই পারে। আর আমরা মাঠে খারাপ খেলছি দেখেই তিনি হেরেছেন। তার আসলে এখানে করার কিছু নেই। তিনি পরিকল্পনা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।’

‘দুর্ভাগ্যবশত আসলে হচ্ছে না। তিনি মানুষ হিসেবে কিছুটা হতাশ হতেই পারেন। আমার মনে হয় না, সেটা তিনি আমাদের ওপর আসতে দেন। তিনি আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করছেন, যথেষ্ট পরিমাণ নির্দেশনা দিচ্ছেন, পরিকল্পনা দিচ্ছেন’ বলে মন্তব্য করেন শাহরিয়ার।

তবে টানা হারে হতাশ মুনিম, ‘এটা অবশ্যই হতাশার। আমরা শুধু একটা জয় খুঁজছিলাম। সেই জয়টা আসলে হচ্ছে না। কিছু একটা তো মিসিং হচ্ছেই। আমরা আগের ম্যাচে ভালো একটা সংগ্রহ পেয়েছি, এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো রান করে আমরা প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেব, কিন্তু হলো না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App