ইয়াসির-বার্লের ঝোড়ো ব্যাটিংয়ে রাজশাহীর লড়াকু পুঁজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত
খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হলেও মাঝে রায়ান বার্ল এবং ইয়াসির আলী রাব্বির ঝোড়ো ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পেয়ছে দুর্বার রাজশাহী।
শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে থেমেছে দুর্বার রাজশাহী।
ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ হারিস এবং জিশান আলম। তবে দলীয় ৪৪ রানে ২০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন হারিস।
তিনে নেমে এনামুল হক বিজয়-ও আলো ছড়াতে পারেননি। ৮ বলে ৭ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন এস এম মেহরাব (৭ বলে ৫)। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ২২ বলে ২৩ রান করে জিশান ফিরলে দলীয় ৬৭ রানেই ৪ উইকেট হারায় রাজশাহী।
এরপর দলের হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও রায়ান বার্ল। তাদের ব্যাটে ভর করে ইনিংসের ১৮তম ওভারে দেশড় রানের কোটা পার করে রাজশাহী। তবে হাফ-সেঞ্চুরি ছোঁয়ার আগেই ২৪ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন রাব্বি।
শেষদিকে আকবরের ৯ বলে ২১ রানের ক্যামিও এবং বার্লের অপরাজিত ৪৮ রানে ভর করে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।
খুলনার হয়ে দুটি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়া মোহাম্মদ নাওয়াজ, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।