রংপুরের কাছে নাটকীয় হারের পর যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
চলতি বিপিএলে এখন পর্যন্ত বোধ-হয় সেরা ম্যাচটিই দেখল সিলেটের দর্শকরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে হেরেছে বরিশাল। শেষ ওভারে ৩ চার ও ৩ ছক্কার সমীকরণ মিলিয়েছেন নুরুল হাসান সোহান। এমন ইনিংসের পর সোহানকে প্রশংসায় ভাসিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচ শেষে তামিম বলেন, আমরা ম্যাচটা হয়ত হেরে গেছি, তবে সোহানকে কৃতিত্ব দিতেই হবে। সে যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। শেষ ওভারে ২৬ রান। যেকোনো বোলারের জন্যই এটা সহজ কাজ। সোহানই কৃতিত্ব প্রাপ্য।
এদিকে বরিশালের হয়ে ব্যাট হাতে ২৯ বলে করেন ৬১ রান কাইল মায়ার্স। এ ছাড়া ৪১ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তামিম নিজে করেন ৪০ রান। সবমিলিয়ে দলের ব্যাটারদের নিয়ে সন্তুষ্ট বরিশাল অধিনায়ক।
তামিম বলেন, শান্ত আজ ভালো ব্যাট করেছে। দারুণভাবে শুরুর চাপ সামলেছে। মেয়ার্সও ব্রিলিয়ান্ট। এমন ম্যাচ পুরো টুর্নামেন্টে হচ্ছে। কষ্ট পেলেও তাই খুশি যে টুর্নামেন্ট ভালো হচ্ছে। গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব দিতে হবে। যেভাবে উইকেট তৈরি করা হচ্ছে, দারুণ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে অধিনায়ক নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জয় পেয়েছে রংপুর। চলতি আসরে ৬ ম্যাচ খেলে অপরাজেয় থাকার রেকর্ডও ধরে রেখেছে রাইডার্সরা।