টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম

ছবি: সংগৃহীত
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন ভেঙে গেলো ভারতের। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারার ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার আশা শেষ হলো কোহলি-বুমরাহ-পন্তদের। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া শুধু ফাইনালে ওঠেনি, বরং ৩-১ ব্যবধানে সিরিজ জিতে পুনরুদ্ধার করেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথমবারের মতো এই সিরিজ জিতেছে প্যাট কামিন্সের দল।
২০১৯ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে আইসিসি। ২০১৯-২১ সালের উদ্বোধনী চক্রে ফাইনাল খেলেছিল ভারত ও নিউজিল্যান্ড। আর প্রথম আসরেই কিউইরা ভারতকে কাঁদিয়ে শিরোপা ছিনিয়ে নেয়। প্রথম আসরে শিরোপা হারানোর ক্ষত সারাতে ২০২১-২৩ চক্রে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে রোহিত-কোহলিরা। সেবারও তাদের হারের তিক্ত স্বাদ দেয় অজিরা। একই দলের বিপক্ষে হেরেই এবার ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত।
এদিকে আগেই ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকাও পেয়ে গেল শিরোপানির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ। আগামী ১১-১৫ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে লাল বলের শ্রেষ্ঠত্ব পাওয়ার ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।