×

খেলা

বিশ্বরেকর্ড গড়লেন ভারতের করুন নায়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম

বিশ্বরেকর্ড গড়লেন ভারতের করুন নায়ার

ছবি : সংগৃহীত

   

বিশ্ব ক্রিকেটে রেকর্ড গড়লেন ভারতের ব্যাটার করুন নায়ার। তার টানা সেঞ্চুরির পর সেঞ্চুরি। যেন আউট হওয়ার বিষয়টি ভুলেই গিয়েছিলেন ভারতের ব্যাটার করুন নায়ার। একটানা চার ম্যাচে অপরাজিত থাকার পর রেকর্ড ৫৪২ রান করে অবশেষে পঞ্চম ম্যাচে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটার।  

৫০ ওভারের ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড এখন নায়ারের দখলে। পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরির মাধ্যমে তিনি ৫৪২ রান করেছেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন মাইলফলক।  

বিদর্ভের হয়ে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মিরের বিপক্ষে এই অসাধারণ যাত্রার শুরু। প্রথম ম্যাচে নায়ার খেলেন ১১২ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের ৮১ রানের লক্ষ্য তাড়া করতে নায়ার অপরাজিত থাকেন ৪৪ রানে। এরপর চণ্ডীগড়ের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।  

গত ৩১ ডিসেম্বর তামিলনাড়ুর বিপক্ষে নায়ার তুলে নেন আরো একটি সেঞ্চুরি, করেন ১১১ রান। আর ২০২৪ সালের প্রথম ম্যাচে উত্তর প্রদেশের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলার পর আউট হয়ে শেষ হয় তার অপরাজিত থাকার অসাধারণ যাত্রা। তবে এর আগেই রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

আরো পড়ুন : মাঠ ছেড়েছেন বুমরাহ, শঙ্কা ভারত শিবিরে

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে আউট না হয়ে সর্বাধিক রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের, যিনি ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন। এই তালিকায় এরপর রয়েছেন জার্মানির জসুয়া ফন হেরডেন (৫১২), পাকিস্তানের ফখর জামান (৪৫৫) এবং তৌফিক উমর (৪২২)।  

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও ভারতের জাতীয় দলে নিয়মিত হতে পারেননি করুন নায়ার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি (৩০৩*) করে আলোচনায় এলেও পরের ম্যাচেই আজিঙ্কা রাহানের ফেরায় জায়গা হারান তিনি। জাতীয় দলের হয়ে নায়ার এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App