চরম বিশৃঙ্খলায় শুরু বিপিএল
টিকেট বঞ্চিতদের হামলা, মিরাজের গাড়ি আটকে দিলেন বিক্ষুব্ধরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

ছবি: ভোরের কাগজ
বিপিএল শুরুর আগের দিন টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। বিলম্বিত এমন সিদ্ধান্তে এমনিতেই গ্যালারিতে বসে খেলা দেখতে চাওয়া মানুষদের মাঝে ছিল ক্ষোভ। আসরের উদ্বোধনী দিনে দর্শকরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছে। গাড়ি নিয়ে স্টেডিয়ামে ঢুকতে যাওয়া খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিক্ষোভকারীদের বাধার সম্মুখীন হন। বিক্ষোভকারীরা মিরাজের ব্যক্তিগত গাড়ি অনেকটা সময় আটকে রাখেন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে দর্শকরা ব্যানার-ফেস্টুন ভাঙা শুরু করেন। এরপর প্রধান ফটকেও ভাঙচুর শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লোহার গেট ভেঙে ফেলেন তারা।
বিপিএলের ১১তম আসর শুরুর আগমুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা গেল মিরপুর স্টেডিয়ামে। টিকেট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছেন।
ক্ষমতার পালাবদলের পর নতুন নেতৃত্ব এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন কমিটির প্রথম বড় টুর্নামেন্ট বলতে গেলে বিপিএল। দেশের ঘরোয়া ক্রিকেটের বড় এই টুর্নামেন্টে নতুনত্ব আনার আশ্বাস দিয়ে আসছিলেন কর্তাব্যক্তিরা। তবে শুরুতেই অব্যবস্থাপনার চিত্র দেখা গেল।
টুর্নামেন্ট শুরুর দিন দুয়েক আগেও বিপিএলের টিকেট নিয়ে অন্ধকারে ছিলেন দর্শকরা। পরে রবিবার মিরপুরে জমায়েত হয়ে বিক্ষোভ করেন কিছু সমর্থক। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকেট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যেও বেশ কয়েক জায়গায় টিকেট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।
সোমবার উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা ১১টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।
একপর্যায়ে কিছু দর্শক ব্যানার-ফেস্টুন ভাঙা শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়। পরবর্তী সময়ে হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।
একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না। দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।