বিপিএলে খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
বিপিএল ২০২৫-এ খুলনা টাইগার্স দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মিরাজকে খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে ঘোষণা করেন খুলনা টাইগার্সের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসের সিইও মো. ফাইজুর রহমান এবং সিএফও আবু রাইহান আল বেরুনি এবং ফ্র্যাঞ্চাইজির মালিক ইকবাল আল মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম, দলের খেলোয়াড়, ম্যানেজম্যান্ট ও শুভানুধ্যায়ী।
খুলনা টাইগার্স টিম মিরাজের অধিনায়কত্ব ও সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী। ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে তার নেতৃত্ব যেমন ছিল অসাধারণ, ঠিক তেমনই এই বিপিএল আসরে খুলনা টাইগার্সকে একটি নতুন উচ্চতায় পৌঁছানোর আশাবাদী সবাই।