×

খেলা

বিপিএল টিম প্রিভিউ: ফরচুন বরিশাল- একাদশ সাজাতেই দ্বিধাদ্বন্দ্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম

বিপিএল টিম প্রিভিউ: ফরচুন বরিশাল- একাদশ সাজাতেই দ্বিধাদ্বন্দ্ব

ছবি: সংগৃহীত

   

বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগকে চ্যালেঞ্জ জানানোর মতোই আসন্ন বিপিএলের স্কোয়াড সাজিয়েছে ফরচুন বরিশাল। তবে দলটির মূল ভয়ের কারণ হতে পারে এই তারকাখ্যাতিই। কেননা, মাঠের দিকে ভালো না করতে পারলে সমালোচনার মধ্য দিয়েই যেতে হবে তামিম ইকবালের দলকে। ফলে, মহাশক্তিশালী স্কোয়াড সাজিয়েও রীতিমত চ্যালেঞ্জ নিয়ে এবারের বিপিএল শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলকে একাদশ সাজানো নিয়ে সবচেয়ে বেশি দ্বিধায় পড়তে হবে। এর পেছনে বেশ কিছু কারণ অবশ্য রয়েছে।

অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দুই পাণ্ডব মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এবারো বরিশালেই খেলছেন। তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এই দলের সঙ্গী। আবার তরুণ তাওহীদ হৃদয়ও তামিমের দলেই আছেন। তাদের সঙ্গে ডেভিড মালান ও পাথুম নিসাঙ্কা বিদেশি কোটায় খেলবেন।

অলরাউন্ডার মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ ও জেমস ফুলারের পাশাপাশি রিশাদ হোসেনের কথাও বিবেচনায় রাখতে হবে। তবে বিগ ব্যাশ বিসর্জন দেওয়া এই লেগি আদ্যো একাদশে কিংবা কয়টি ম্যাচে সুযোগ পাবেন, তা নিয়ে প্রশ্ন থাকছেই। 

বোলিং ইউনিটে দলটির সবচেয়ে বড় চমক শাহীন শাহ আফ্রিদি, টেস্ট সিরিজ ফেলে বিপিএলে ছুটে এসেছেন তিনি। এ ছাড়া এবাদত হোসেন, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, নাঈম হাসান, তাইজুল ইসলামদের মতো ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতেই দ্বিধাদ্বন্দ্বে পড়বে বরিশাল।

আগামী ৩০ ডিসেম্বর আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলবে ফরচুন বরিশাল। 

একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড:

ব্যাটার: তামিম ইকবাল, ডেভিড মালান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, পাথুম নিসাঙ্কা, আরিফুল ইসলাম, প্রীতম কুমার 

অলরাউন্ডার: কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, মাহমুদউল্লাহ রিয়াদ, জেমস ফুলার, রিশাদ হোসেন 

বোলার: তানভীর ইসলাম, রিপন মণ্ডল, এবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, আলী মোহাম্মদ, শাহীন শাহ আফ্রিদি, জাহান্দাদ খান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App