×

খেলা

সাকিবের পর ২ বিদেশি তারকাকে নিয়েও শঙ্কায় চট্টগ্রাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

সাকিবের পর ২ বিদেশি তারকাকে নিয়েও শঙ্কায় চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের জন্য বেশ শক্তিশালী দলই গড়ছিল চিটাগাং কিংস। আনুষ্ঠানিক ড্রাফটের আগে থেকেই তারা দল গোছানো শুরু করে। এরপর ড্রাফট থেকে দেশি-বিদেশি মিলিয়ে গড়ে ঈর্ষণীয় দল। কিন্তু বিপিএল মাঠে গড়ানোর আগেই একের পর এক ক্রিকেটারের খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সাকিব আল হাসানকে দিয়ে শুরু, এবার আরো দুই বিদেশিকে অনিশ্চয়তায় পড়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।

শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পুরো টুর্নামেন্টে না পাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছেন দলটির মালিক সামির কাদের চৌধুরি। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ম্যাথিউসকে জাতীয় দল থেকে ছাড়পত্র দেয়নি। যে কারণে তার আসা হচ্ছে না। 

এ ছাড়া সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিকে নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন চট্টগ্রামের মালিক। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-২০ খেলার কারণে মঈন আলি বিপিএলে খেলতে চান মোটে এক ম্যাচ। সেক্ষেত্রে পুরোটা নির্ভর করছে চিটাগং ম্যানেজমেন্টের ওপর। সামির কাদের জানালেন, এক ম্যাচ খেললে হয়তো মঈনেরও বিপিএলে আসা অনিশ্চিত হয়ে থাকছে।

এদিকে, সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা চলছে অনেকদিন ধরে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দেশে আন্দোলন হয়েছে। যে কারণে দেশের মাটিতে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নিতে চাইলেও আশা পূরণ হয়নি সাকিবের। সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলেও সাবেক এই বাংলাদেশ অধিনায়কের খেলাটা প্রায় অনিশ্চিত।

প্রসঙ্গত, আগামী সোমবার (৩০ ডিসেম্বর) থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচেই দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে শট টেইটের অধীন চিটাগাং কিংস। কয়েকজন তারকাকে না পেলেও, দেশি-বিদেশির সমন্বয়ে একেবারেই সহজ দল নয় চট্টগ্রাম।

সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App