‘চিটাগাং কিংস’ সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

ওয়াহিদ, তানভীর ও রাসেল
বিপিএলের বহুল আলোচিত ও চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী দল ‘চিটাগাং কিংস’ এর সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা করা হয়েছে। সিনিয়র সাংবাদিক মোঃ ওয়াহিদ জামানকে প্রেসিডেন্ট ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ'কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক তানভীর আহমেদকে সেক্রেটারি করে ৮১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা দিয়েছেন চিটাগাং কিংস'এর কর্ণধার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ সামির কাদের চৌধুরী ।
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। মিউজিক ফেস্ট দিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে টুর্নামেন্টের। মাঠের লড়াইয়ে দুই দিন আগে সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা দিয়েছে চিটাগাং কিংস। এরইমধ্যে জুলাই গণঅভ্যুত্থানে বিজয় গাঁথা তুলে ধরে নিজেদের জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস।
বিবৃতিতে বলা হয়েছে বিপিএলের আসরে "চট্টগ্রাম কিংস" টিমকে উজ্জীবিত করতে ক্যাম্পিং ও কার্ণিভাল শুরু করবে চিটাগং কিংস । গত ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম-হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে 'চিটাগং কিংস' সমর্থক গোষ্ঠী।
'চিটাগং কিংস 'সমর্থক গোষ্ঠীর পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা হলেন, ওয়াহিদ জামান ( সভাপতি), রাসেল আহমেদ (সিনিয়র সহ-সভাপতি), সাইফুল্লাহ চৌধুরী (সহ-সভাপতি), মোহাম্মদ আলী, (সহ সভাপতি) ইবেন মীর ( সহ-সভাপতি), রিদুয়ান সিদ্দিকী (সহ সভাপতি), সামিউল মোহাম্মদ আরাফ (সহ-সভাপতি), এনামুল হক রাজু (সহ-সভাপতি), মোস্তাফিজুর রহমান (সহ-সভাপতি), তানভীর আহমেদ (সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারূফ (সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক), এসএম জমির উদ্দিন (যুগ্ম-সাধারণ সম্পাদক), ফরহাদুল হাসান (যুগ্ম-সাধারণ সম্পাদক), এস এম ফারুক হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোহাম্মদ তানভীর শরীফ (যুগ্ম-সাধারণ সম্পাদক), আহাদ সাইদ করিম (যুগ্ম-সাধারণ সম্পাদক), আকরাম উদ্দিন পাভেল (সাংগঠনিক সম্পাদক), কাজী মহিউদ্দিন (সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ ওমর কাউয়ুম (সহ সাংগঠনিক সম্পাদক), কামরুল হাসান ফরহাদ (অর্থ- বিষয়ক সম্পাদক) , মোঃ লিয়াকত (সহ-অর্থ বিষয়ক সম্পাদক), গণমাধ্যম বিষয়ক সম্পাদক (মীর মোহাম্মদ আকরাম হোসেন), সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ, তানভীর ইসলাম মামুন (আপ্যায়ন বিষয়ক সম্পাদক), মোঃ ইয়াছিন (সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক), এম শাহাজাহান শাহিল (দপ্তর সম্পাদক), আরবিন হুমায়ন (সহ- দপ্তর সম্পাদক) সৈয়দ সাফওয়ান আলী ( ক্রীড়া সম্পাদক), মোঃ জাবেদ বাহাদুর (সহ -ক্রীড়া সম্পাদক ), মোঃ নাফিস ইমতিয়াজ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) রাফি হোসাইন (সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) সৌরভ প্রিয় পাল (প্রচার ও প্রকাশনা সম্পাদক ), সমাজ সেবা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম , সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক রিয়াদ সাব্বির, সোনা মানিক, (সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ), অ্যাডভোকেট সাইফুল ইসলাম (আইনবিষয়ক সম্পাদক), মোঃ শাহেদ ( সহ- আইন বিষয়ক সম্পাদক) মোঃ বয়ান (শৃঙ্খলা বিষয়ক সম্পাদক), মোঃ সুবহান ( সহ- শৃঙ্খলা বিষয়ক সম্পাদক)।
কমিটির সদস্যরা হলেন- ইশতিয়াক মোঃ আরিফ, শান্ত দাস , মোকসেদুল জাহেদ, সুব্রত আইচ , এসএম মহিউদ্দিন জুয়েল, নজরুল ইসলাম, ফয়সাল আবদুল্লাহ তানিম, মো. রকিবুল ইসলাম, মো. ওমর ফারুক, আল মেহেদী হাসান , মোহাম্মদ তানবীর, তারেক উল্লাহ, আব্দুর রাজ্জাক পাখি, ইমরান খান রাসেল, আবু সুলতান সানি, মোহাম্মদ দীপু, মোহাম্মদ ফারিব, ইয়ামিন হক, আব্দুল হাসান সোনা মানিক, মোঃ কার্জন, মোহাম্মদ জর্জিন, মোহাম্মদ বাবলু মোঃ সুমন, পারভেজ আলম, মানিক, রবিন, হৃদয় খান, রানা, ইমরান, মোঃ ওসমান খান অভি, নেসার, রিপন, জাহেদ, সাজিদ, নোমান, পাবেল, কাদের, বেলাল, বাপ্পা, হিরো, জুয়েল, আব্দুল মতিন রিপন, আব্দুল আউয়াল মুন্না।