তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পিএম
-676ec396811b4.jpg)
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৮৬ রান করেছে জিম্বাবুয়ে; যা দেশটির ৩২ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।
এর আগে, জিম্বাবুয়ের সর্বোচ্চ দলীয় রান ছিল ৫৬৩। ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে ৫৬৩ রান করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। তবে শেষমেশ ম্যাচটি ড্র হয়েছিল।
শুক্রবার (২৭ ডিসেম্বর) তিন ব্যাটারের সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। সিন উইলিয়ামস ১৫৪, ব্রায়ান বেনেট অপরাজিত ১১০ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১০৪ রান করেন। এ ছাড়া স্বাগতিকদের পক্ষে হাফ-সেঞ্চুরি করেন বেন কারান।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড শ্রীলঙ্কার। ১৯৯৭ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান করেছিল লঙ্কানরা।