লিভারপুলের কাছে বড় হার লেস্টারের, হামজা চৌধুরী খেলেননি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ এএম

ছবি : সংগৃহীত
গত বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে লেস্টার সিটি। যদিও ম্যাচের শুরুতে লিড নিয়েছিল লেস্টার, তবে শেষ পর্যন্ত লিভারপুলের কাছে তাদের ওই লিড ধরে রাখা সম্ভব হয়নি।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয় লেস্টার। বাঁ দিক থেকে সতীর্থের পাস পেয়ে গোলের সুযোগ তৈরি করেন ঘানার ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আইয়ু। চমৎকার ফিনিশিংয়ে বলটি জালে পাঠিয়ে লেস্টারকে এগিয়ে দেন তিনি। এরপর লিভারপুল চেষ্টা করলেও গোল করতে পারেনি। ৪৫ মিনিটে সালাহর শট ক্রসবারে লেগে ফিরে আসে এবং প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফিরে আসে লিভারপুলের শিবিরে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে বক্সের বাইরে একজন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ডাচ ফরোয়ার্ড গাকপো। এর ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লিভারপুল এগিয়ে যায়। এবার গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জোন্স। ৮২ মিনিটে লিভারপুলের জয়ের ব্যবধান আরো বাড়ান সালাহ। গাকপোর পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্য দিয়ে বা পায়ের শটে বলটি দূরের পোস্ট দিয়ে জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড। এই গোলটি লিভারপুলের জয় প্রায় নিশ্চিত করে দেয়।
এদিকে, লেস্টারের বদলি তালিকায় থাকা বাংলাদেশের হামজা চৌধুরী মাঠে নামার সুযোগ পাননি।