×

খেলা

লো-স্কোরিং ম্যাচে ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম

লো-স্কোরিং ম্যাচে ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর

ছবি: সংগৃহীত

   

রংপুরের বোলাররা কাজটা আগেই সহজ করে রেখেছিলেন। মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর আগুনঝড়া বোলিংয়ে ফাইনালে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। মামুলি এই লক্ষ্য তাড়ায় নেমে রংপুরও ৫ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে অবশ্য পথ হারায়নি আকবর আলীর দল। আরিফুল হক এবং মোহাম্মদ এনামুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষমেশ ৫ উইকেটের জয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ দশমিক ৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬২ রানে থামে ঢাকা মেট্রো। জবাবে ১১ দশমিক ২ ওভারে ৫ উইকেট হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংপুর।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৪ রান তোলে রংপুর। ৬ বলে ২ রান করে আবদুল্লাহ আল মামুন এবং রানের খাতা খোলার আগেই নাইম ইসলামও সাজঘরে ফেরেন।

দলীয় ১৮ রানে রিজওয়ান-ও ফেরেন। এরপর রানআউট হয়ে অধিনায়ক আকবর আলী ফিরলে কিছু স্বস্তি পায় মেট্রো।

তবে ঢাকার অস্বস্তি বাড়িয়ে আরিফুল হক ১১ বলে ১৪ এবং এনামুল হক এনাম ৯ বলে ১৪* করে এনসিএল টি-টোয়েন্টির শিরোপা নিশ্চিত করেন।

মেট্রোর হয়ে আলিস আল ইসলাম জোড়া উইকেট শিকার করেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪ রান হতেই সাজঘরে ফেরেন ইমরানউজ্জামান। ফাইনাল রাঙাতে পারেননি আসরজুড়ে ছন্দে থাকা নাঈম শেখ-ও। দলীয় ৬ রানে সাজঘরে ফেরেন মেট্রোর অধিনায়ক।

২ রান ব্যবধানে আনিসুল ইসলাম ইমন ও আমিনুল ইসলাম বিপ্লবকেও হারায় ঢাকা মেট্রো। এরপর দলীয় ১৬ রানে পঞ্চম উইকেট হারানোর পর একেবারে ব্যাকফুটে চলে যায় নাঈম শেখের দল।

চাপের মুখে শামসুর রহমান শুভ ও মোসাদ্দেক হোসেন সৈকত দলের হাল ধরার চেষ্টা করেন। তবে কেউই ক্রিজে থিতু হতে পারেননি। শামসুর ২৮ বলে ১৪ ও মোসাদ্দেক ১৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন।

এতে দলীয় ফিফটি পেরনো নিয়েই শঙ্কা জেগেছিল। তবে আবু হায়দার রনির কল্যাণে সেই লজ্জায় পড়তে হয়নি। ১৩ রান করে দলকে ৬২ রানের পুঁজি এনে দেন তিনি। ১৬ দশমিক ৩ ওভারে ৬২ রানে সবকটি উইকেট হারায় মেট্রো। রংপুরের হয়ে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলাম মুগ্ধ দুজনই ১২ রানের খরচায় তিনটি করে উইকেট শিকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App